মুকিদুল-নাসিরের নৈপুণ্যে রংপুরের অনায়াস জয়

তারা খুলনাকে হারিয়েছে ৭ উইকেটে।
nasir hossain
ছবি: সংগৃহীত

ক্যারিয়ারসেরা বোলিংয়ে কাজটা এগিয়ে রেখেছিলেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষদিনে বাকি আনুষ্ঠানিকতা সারলেন ব্যাট হাতে ছন্দে থাকা নাসির হোসেন। খুলনা বিভাগকে উড়িয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) এবারের আসরে প্রথম জয় পেল রংপুর বিভাগ।

বৃহস্পতিবার প্রথম স্তরের দ্বিতীয় রাউন্ডে অনায়াস জয় পেয়েছে স্বাগতিকরা। রংপুর ক্রিকেট গার্ডেনে তারা খুলনাকে হারিয়েছে ৭ উইকেটে। আগের দিনের বিনা উইকেটে ১৬ রান নিয়ে খেলতে নেমেছিল রংপুর। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১০১ রান। নাসিরের মারমুখী ইনিংসে সবুজ ঘাসে ঢাকা উইকেটে সে সমীকরণ সহজেই মিলিয়ে ফেলে তারা।

এদিন সকালে চতুর্থ বলে ওপেনার নবীন ইসলামকে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেন আবদুল হালিম। থিতু হয়ে যাওয়া আরেক ওপেনার জাহিদ জাভেদও হন তার শিকার। এরপর তানবীর হায়দারকে ফেরান রবিউল ইসলাম রবি। ফলে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে বসে রংপুর।

তবে লক্ষ্য বড় না হওয়ায় প্রতিপক্ষকে চেপে ধরতে পারেনি জাতীয় লিগের শিরোপাধারী খুলনা। উইকেটে গিয়েই তাদের উপর চড়াও হন নাসির। সোহরাওয়ার্দী শুভর সঙ্গে অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

mukidul

নাসির অপরাজিত থাকেন ৪৮ রানে। ৪৪ বলের ইনিংসে তিনি মারেন ৭ চার ও ২ ছক্কা। তার সঙ্গী শুভ খেলেন ৬৮ বলে ১৮ রানের ইনিংস। জাহিদের ব্যাট থেকে আসে ৫১ বলে ৩৭ রান। মুকিদুল দুই ইনিংস মিলিয়ে ১৩১ রানে ১২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

সংক্ষিপ্ত স্কোর:

খুলনা প্রথম ইনিংস: ২২১

রংপুর প্রথম ইনিংস: ৩৬৪

খুলনা দ্বিতীয় ইনিংস: ২৫৯

রংপুর দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ১১৭, আগের দিন ১৬/০) ৩৩.৩ ওভারে ১২০/৩ (জাহিদ ৩৭, নবীন ১, সোহরাওয়ার্দী ১৮*, তানবীর ১০, নাসির ৪৮*; মাসুম ০/২৪, হালিম ২/৩১, নাহিদুল ০/৯, রবি ১/৩৩, মিনহাজুর ০/৬, টিপু ০/১০, ইমরুল ০/৬)।

ফল: রংপুর ৭ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মুকিদুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank to rescue problem banks

The Bangladesh Bank is set to rescue problem banks including some Shariah-based banks controlled by S Alam Group by managing liquidity or merging a few.

4h ago