ভারত থেকে তুলা-চিনি আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের মন্ত্রিসভার

ছবি: সংগৃহীত

পাকিস্তানের মন্ত্রিসভা ভারত থেকে তুলা ও চিনি আমদানিতে অর্থনৈতিক সমন্বয় কমিটির (ইসিসি) প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডে জানায়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি টুইট করেন, ‘মন্ত্রিসভা ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে স্পষ্টভাবে কোনো কথা বলেনি।’

মাজারি টুইট করেছেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যাবে না যতক্ষণ না তারা কাশ্মিরে তাদের অবৈধ কর্মকাণ্ড বন্ধ না করবে।’

এর আগে, বুধবার পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী হাম্মাদ আজহার ঘোষণা করেছিলেন- তার সভাপতিত্বে অনুষ্ঠিত ইসিসির বৈঠকের পর ভারত থেকে তুলা ও চিনি আমদানির ওপর প্রায় দুই বছরের নিষেধাজ্ঞা তুলে নেবে পাকিস্তান।

হাম্মাদ আজহারের ওই ঘোষণার পর আজ এমন সিদ্ধান্ত এলো।

মন্ত্রিসভার বৈঠকের আগে মাজারি বলেছিলেন, ইসিসির সব সিদ্ধান্ত মন্ত্রিসভা থেকে অনুমোদন নিতে হবে। তারপর এগুলোকে সরকার ‘অনুমোদিত’ হিসেবে দেখানো যাবে।

মাজারি টুইট করেন, ‘শুধু রেকর্ডের জন্য- ইসিসির সব সিদ্ধান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হতে হবে এবং তখনই এগুলোকে ‘সরকার কর্তৃক অনুমোদিত’ হিসেবে দেখা যেতে পারে! তাই আজ মন্ত্রিসভায় ভারতের সঙ্গে ইসিসির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে এবং তারপর সরকারের সিদ্ধান্ত জানানো হবে!’

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের পর ভারত থেকে তুলা ও চিনি আমদানি স্থগিত করে পাকিস্তান। তবে, বুধবার আজহারের ঘোষণায় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের আংশিক পুনর্জাগরণের আশা দেখা দিয়েছিল।

বিশ্বের বৃহত্তম তুলা উৎপাদক এবং দ্বিতীয় বৃহত্তম চিনি প্রস্তুতকারী ভারত।

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago