বাংলাদেশ নারী দলকে টেস্ট মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত আইসিসির

bangladesh womens cricket
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল পাচ্ছে টেস্ট খেলার মর্যাদা। ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন বাকি কেবল আনুষ্ঠানিকতা।

বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় আইসিসির বোর্ড সভা। সেখানে সংস্থাটির পূর্ণ সদস্য দেশগুলোর নারী দলকে পাকাপাকিভাবে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দ্য ডেইলি স্টারের কাছে নারী দলের টেস্ট মর্যাদা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম নাদেল। করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে চলতি বছরই সালমা খাতুন-জাহানারা আলমরা টেস্ট খেলবেন, এমন আশা প্রকাশ করেছেন তিনি।

এতদিন টেস্ট খেলুড়ে নারী দল ছিল ১০টি। সেগুলো হলো আইসিসির পূর্ণ সদস্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও সহযোগী সদস্য নেদারল্যান্ডস।

এবার ক্রিকেটের কুলীন সংস্করণের অভিজাত ক্লাবে যোগ হয়েছে বাংলাদেশের নাম। পূর্ণ সদস্য হিসেবে আরও দুটি নারী দল টেস্ট মর্যাদা পেয়েছে। তারা হলো জিম্বাবুয়ে ও আফগানিস্তান।

উল্লেখ্য, বাংলাদেশের নারীদের টেস্ট খেলার অপেক্ষার পালা শেষ হতে চললেও তারা প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ তেমন পান না। পাশাপাশি রয়েছে অবকাঠামোর দুর্বলতাসহ অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতি।

Comments

The Daily Star  | English

Lives on hold: Workers await reopening of closed jute mills

Five years on: Jute mill revival uneven, workers face deepening poverty

14h ago