কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং বাজারে আগুন লেগে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাজারটিতে আগুন লাগে। এতে আটটি দোকান পুড়ে গেছে।
নিহত তিন রোহিঙ্গা স্থানীয় সৈয়দুল মোস্তফার মুদি দোকানে কাজ করতেন। তারা হলেন- আরমান উল্লাহ, ফরিদুল আলম ও মোহাম্মদ আয়াজ।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমদাদুল হক আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আটটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হেলাল উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের সময় তিন রোহিঙ্গা কর্মচারী দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। তারা কেউ দোকান থেকে বের হতে পারেননি। দোকানের ভেতরেই মারা যান।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ মনজুর মোরশেদ বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে এনজিওর ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Comments