করোনায় ২ বছরের শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই বছরের শিশু সাদিকুলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
সাদিকুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।
সাদিকুলের বাবা দ্য ডেইলি স্টারকে জানান, কিডনিজনিত সমস্যায় আক্রান্ত ছিল সাদিকুল। গত ২০ মার্চ তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত শ্বাসকষ্ট দেখা দিলে ২৭ মার্চ করোনার নমুনা পরীক্ষা হয় এবং রিপোর্ট পজিটিভ আসে। এরপর ২৯ মার্চ ঢাকা থেকে চুয়াডাঙ্গায় নিয়ে আসা হয় ও সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ঢাকা থেকেই শিশুটি করোনা আক্রান্ত হয়। সেখানেই করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।
সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৭২৮ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৬২২ জন ও মারা গেছেন ৫৩ জন। হোম আইসোলেশনে আছেন ৪৩ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১০ জন ও একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
Comments