এসআই বাবার পিস্তল দিয়ে নিজেকে গুলিবিদ্ধ করেন ছেলে: পরিবার

চট্টগ্রামে বাবার পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) ছেলে। আজ শুক্রবার দুপুরে বন্দর নগরীর আকবরশাহ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এসআই মহিম উদ্দিনের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মুশফিকুল হক মাহিন (১৮) সম্প্রতি দামপাড়া সিএমপি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং মেডিকেল ভর্তি পরীক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, এসআই মহিম দুপুরে জুমার নামাজের জন্য মসজিদে গেলে ছেলে মাহিন ঘরের দরজা বন্ধ করে বাবার পিস্তল দিয়ে নিজেকে গুলিবিদ্ধ করেন।
সিএমপি পাহাড়তলী জোনের সহকারী কমিশনার আরিফ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা দরজা ভেঙে রুমে ঢুকে গুলিবিদ্ধ ও রক্তাক্ত অবস্থায় মাহিনকে উদ্ধার করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মাহিনকে মৃত ঘোষণা করেন।’
সহকারী কমিশনার আরিফ হোসেন আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে আমরা ধারণা করছি।’
সিএমপির ডেপুটি কমিশনার (ডিসি-পশ্চিম) আবদুল ওয়ারিশ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আকবরশাহের শাপলা আবাসিক এলাকার মিরপুর আবাসিক এলাকার পানির ফ্যাক্টরির পাশে এসআই মহিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মহিম দুপুরে ডিউটি শেষে বাসায় ফিরে ছেলে মাহিনকে পড়াশোনা নিয়ে বকা দেন। পরে তিনি জুমার নামাজে যাওয়ার পর ছেলে রুমের দরজা বন্ধ করে বাবার সার্ভিস পিস্তল দিয়ে নিজেকে গুলিবিদ্ধ করেন বলে তার পরিবার জানিয়েছে।’
এসআই মহিমের সার্ভিস পিস্তল ও গুলি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হবে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
Comments