শীর্ষ খবর

সরাইলে পুলিশ ফাঁড়িতে হামলার মামলায় গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান।

গ্রেপ্তার তিন জন হলেন- আব্দুল জব্বার (২৮), ইসলাম উদ্দিন (৫৫) ও আবু বকর (৩২)।

এর আগে, গত ২৭ মার্চ বিকেলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের মিছিল থেকে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে হামলা চালানো হয়। এতে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন ও এপিবিএনের কয়েকজনসহ ১৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৩১ মার্চ সরাইল থানায় ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার দুইশ জনকে আসামি করে মামলা করা হয়।

এএসপি আনিছুর রহমান জানান, নিজ নিজ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুই জন এজাহার নামীয়, আরেকজন সন্দেহভাজন আসামি।

আরও পড়ুন:
সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত 

Comments

The Daily Star  | English
Jatiya Party Logo

JP may walk if MPs not given cakewalk

Party chatter hints at withdrawal from polls if seat-sharing deal can’t be reached with AL

14h ago