ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
করোনার সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন পূর্ব বন বিভাগে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
আজ শুক্রবার বাগেরহাটের ডেপুটি কমিশনার আ ন ম ফয়জুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামীকাল শনিবার (০৩ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ১৫ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র, হিরোন পয়েন্ট, হরবাড়িয়া, কাটকা ও কচিখালীসহ বিভিন্ন বন এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
ডেপুটি কমিশনার আ ন ম ফয়জুল হক বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়াও, করোনার সংক্রমণ প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’
Comments