সহজ ম্যাচ কঠিন করে জিতল পাকিস্তান

ছবি: টুইটার

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩ রান। হাতে ৪ উইকেট। আন্দেলো ফেলুকুয়াওয়ের প্রথম বলেই ফিরে যান সেট ব্যাটসম্যান শাদাব খান। এরপরের তিন বলে আসেনি  কোনো রান। ২ বলে তখন জয়ের জন্য প্রয়োজন ৩ রানের। ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল পাকিস্তানের। তবে শেষ পর্যন্ত জয় পেয়েছে তারা। পঞ্চম বলে ২ রান নেওয়ার পর শেষ বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন ফাহিম আশরাফ। 

শুক্রবার সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৩ রান তোলে প্রোটিয়ারা। জবাবে জয় পেতে শেষ বল পর্যন্ত খেলতে হয় সফরকারী দলটিকে।

অসাধারণ এক সেঞ্চুরিতে এদিন দক্ষিণ আফ্রিকাকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিলেন রাসি ভ্যান ডার ডুসেন। তবে তার দায়িত্বশীল ইনিংসটি ম্লান করে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিন অঙ্ক ছুঁয়েছেন তিনিও। সঙ্গী হিসেবে দারুণ সহায়তা করেছেন ইমাম-উল-হক। আর শেষের কাজটা সারেন মোহাম্মদ রিজওয়ান ও শাদাব খান। তাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেল পাকিস্তান।

ম্যাচটা এদিন সহজ ভাবেই জয়ের পথে এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ওপেনার ইমামের সঙ্গে বাবরের অসাধারণ এক জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। কিন্তু এ জুটি ভাঙতে হুট করেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটির টপ অর্ডার। স্কোরবোর্ডে মাত্র ১৭ রান যোগ করতে চারটি উইকেট হারিয়ে সমীকরণ কঠিন করে ফেলে তারা।

সে ধাক্কাও সামলে নিয়েছিলেন শাদাব ও রিজওয়ান। ষষ্ঠ উইকেটে ৫৩ রানের জুটিতে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান তারা। কিন্তু ৪৮তম ওভারে রিজওয়ানকে তুলে নিয়ে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষ ওভারে শাদাবকেও তুলে নেন তারা। তাতেই ম্যাচ কঠিন হয়ে যায়। শেষ ওভারের ৩ রান তুলতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। 

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। দলীয় ৫৫ রানেই টপ অর্ডারের চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। এরপর ডেভিড মিলারকে নিয়ে ইনিংস মেরামতের কাছে নামেন ডুসেন। পঞ্চম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এরপর ফেলুকুয়াও ও কাগিসো রাবাডার সঙ্গে আরও দুটি ছোট জুটিতে ২৭৪ রানের লক্ষ্য দাঁড় করায় দলটি।

দলের পক্ষে সর্বোচ্চ ১২৩ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ডুসেন। ১৩৪ বলের ইনিংসটি সাজাতে ১০টি চার ও ২টি ছক্কা মেরেছেন এ ব্যাটসম্যান। মিলারের ব্যাট থেকে আসে ৫০ রান। ৫৬ বলে ৫টি চারের সাহায্যে এ রান করেন তিনি। শেষ দিকে ফেলুকুয়াও করেন ২৯ রান। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হারিস সোহেল।

Comments

The Daily Star  | English

Wasa water stinks

For the past two weeks, Siddiqur Rahman, a resident of Shantibagh in Dhaka, has been receiving water from Dhaka Wasa infested with insects and accompanied by a strong stench.

12h ago