লকডাউনে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান খোলা থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয়— সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
আজ শনিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয়— সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। আর শিল্প-কলকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিফটের মাধ্যমে কলকারখানায় কাজ করবে।’
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় সরকার আগামী ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্যে লকডাউন ঘোষণা করেছে বলে আজ নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘করোনার সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। বিরাজমান পরিস্থিতিতে সরকার আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা বাংলাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন আজ সন্ধ্যার মধ্যেই বিস্তারিত জানাবে। তবে, হয়তো শিল্প-কলকারখানা শর্তসাপেক্ষে চালু থাকতে পারে।’
আরও পড়ুন:
৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন
আজও সর্বোচ্চ শনাক্ত ৬৮৩০ মৃত্যু ৫০
মেডিকেল ভর্তি পরীক্ষা কেন্দ্রের বাইরে হাজারো মানুষ
Comments