ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫ সেনা নিহত

প্রতীকী ছবি। রয়টার্স

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে আজ শনিবার মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ জন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশ জন।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সংঘর্ষে কয়েকজন মাওবাদীও নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ছত্তিশগড়ের পুলিশের ডিরেক্টর জেনারেল ডিএম আওয়াস্তি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে বের হলে তারাম এলাকায় বন্দুকযুদ্ধ শুরু হয়।

তিনি জানান, সিআরপিএফের অভিজাত ইউনিট কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেসোলিউট অ্যাকশন), ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) কর্মীরা এই অভিযানে অংশ নিয়েছিল।

নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচ সিআরপিএফ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার কয়েকদিন পরেই এই সংঘর্ষের ঘটনা ঘটল।

Comments

The Daily Star  | English

Sheikh clan’s lust for duty-free cars

With an almost decimated opposition and farcical elections, a party nomination from the ruling Awami League was as good as a seat in the parliament.

7h ago