খেলা

আইপিএলে করোনাভাইরাসের ছোবল

বাড়ছে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা।
axar patel
ছবি: বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হতে আরও কিছু দিন বাকি। তবে ফ্র্যাঞ্চিইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসরে হানা দিয়েছে করোনাভাইরাস। বাড়ছে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা।

করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন আক্সার প্যাটেল। দিল্লি ক্যাপিটালসের এই স্পিন অলরাউন্ডারের আগে করোনা ধরা পড়েছে আরও একজনের শরীরে। সবার আগে কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানার পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।

নেগেটিভ ফল নিয়ে গত রবিবার মুম্বাইয়ে টিম হোটেলে যোগ দেন আক্সার। তবে পরের পরীক্ষায় এই ক্রিকেটারের পজিটিভ ফল এসেছে। তিনি বর্তমানে আছেন আইসোলেশনে। চিকিৎসকরা তার শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

কলকাতার বাঁহাতি ব্যাটসম্যান রানা ইতোমধ্যে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। পজিটিভ হওয়ার পর ১২ দিনের কোয়ারেন্টিনে থাকাকালে দুই দফা করোনা পরীক্ষা করানো হয় তার। দুবারই তার ফল আসে নেগেটিভ।

আইপিএল মাঠে গড়াবে আগামী ৯ এপ্রিল। উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স মোকাবিলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

Comments

The Daily Star  | English
VIP movements are Dhaka’s undiagnosed illness

VIP movements are Dhaka’s undiagnosed illness

If the capital's traffic condition makes you angry, you're normal

8h ago