সংসদে রুমিন ফারহানাকে হুইপ করতে বিএনপির আবেদন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে সংসদে বিএনপির হুইপ হিসেবে মনোনয়ন দিতে স্পিকারের কাছে আবেদন করেছে দলটি।
রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে সংসদে বিএনপির হুইপ হিসেবে মনোনয়ন দিতে স্পিকারের কাছে আবেদন করেছে দলটি।

আজ শনিবার বিএনপির সংসদ সদস্যরা স্পিকারের কাছে এ আবেদন জমা দিয়েছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, হুইপ হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য রুমিনের নাম প্রস্তাব করে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা একসঙ্গে এ আবেদন জমা দেন।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

3h ago