করোনাভাইরাস

আক্রান্ত ১৩ কোটি ছয় লাখ, মৃত্যু ২৮ লাখ ৪৫ হাজারের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপের অধিকাংশ দেশসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। বিশ্বে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ১৩ কোটির বেশি মানুষ। মারা গেছেন ২৮ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৪০ লাখের বেশি মানুষ।
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইউরোপের অধিকাংশ দেশসহ বেশ কয়েকটি দেশে সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। বিশ্বে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন ১৩ কোটির বেশি মানুষ। মারা গেছেন ২৮ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৪০ লাখের বেশি মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ছয় লাখ ৭৭ হাজার ৪০৯ জন এবং মারা গেছেন ২৮ লাখ ৪৫ হাজার ৬২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৪০ লাখ ৭১ হাজার ৭৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ছয় লাখ ৭১ হাজার ৪০৫ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫৪ হাজার ৭৭৯ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন, মারা গেছেন তিন লাখ ৩০ হাজার ১৯৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫১০ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ৯২ হাজার ২৬০ জন, মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ১১০ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১৫ লাখ ৬৯ হাজার ২৪১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ চার ১১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৪৯ হাজার ১৯৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৩০ হাজার ২৭৭ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন নয় হাজার ২১৩ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

Comments

The Daily Star  | English

Banks mostly gave loans to their owners rather than creditworthy borrowers

Bangladesh’s banking sector was not well-managed in recent years. Banks mostly gave loans to their owners, rather than to creditworthy entities. Consequently, several banks are now in difficulty.

10h ago