আমাদের সময়টা ভালো কাটছে: জিদান

সাম্প্রতিক ফলগুলো পক্ষে আসায় বর্তমান সময়টা উপভোগের কথা জানিয়েছেন তিনি।
zidane eibar
ছবি: রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ লড়াই। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের প্রতিপক্ষ লিভারপুল, স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা। দুই শক্তিশালী ক্লাবের বিপক্ষে নামার আগে লস ব্লাঙ্কোসদের প্রস্তুতিটা হয়েছে দারুণ। এইবারকে হারিয়ে তারা উঠে গেছে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। দুর্দান্ত জয়ের পর দলটির কোচ জিনেদিন জিদান তুলেছেন তৃপ্তির ঢেঁকুর। সাম্প্রতিক ফলগুলো পক্ষে আসায় বর্তমান সময়টা উপভোগের কথাও জানিয়েছেন তিনি।

শনিবার লা লিগায় ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছে রিয়াল। বিরতির আগে স্প্যানিশ ফরোয়ার্ড মার্কো আসেনসিওর নৈপুণ্যে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অসাধারণ ছন্দে থাকা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

লিগের প্রথম দশ ম্যাচে তিনটি হারের তিক্ত স্বাদ নিতে হয়েছিল রিয়ালকে। সেই ধাক্কা সামলে শিরোপা ধরে রাখার অভিযানে তারা ঘুরে দাঁড়িয়েছে একের পর এক দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে। ২৯ ম্যাচে তাদের অর্জন ৬৩ পয়েন্ট। পয়েন্ট তালিকার তিনে নেমে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার পয়েন্ট ৬২। তারা অবশ্য খেলেছে ২৮ ম্যাচ। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

asensio eibar
ছবি: রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে ছিল রিয়াল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তারা ছিল জয়হীন। বাঁচা-মরার শেষ ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে তারা পায় নকআউটের টিকিট। পরে আতালান্তাকে উড়িয়ে তারা নাম লিখিয়েছে শেষ আটে। তাছাড়া, মৌসুম জুড়ে চোট সমস্যা হয়ে রয়েছে রিয়ালের নিত্য সঙ্গী।

এইবারকে হারানোর পর জিদান গণমাধ্যমের কাছে বলেছেন, ‘আমরা জানি, আমরা কোথা থেকে ঘুরে দাঁড়িয়েছি। আমরা এই মৌসুমে অনেক ভুগেছি। তাই এখন উপভোগের সময়। আমরা ভালো সময় কাটাচ্ছি। কারণ, ম্যাচগুলোর ফল ভালো হচ্ছে। আমরা ভালো খেলছি এবং গোল করার পর ভালোভাবে রক্ষণ সামলাচ্ছি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

benzema eibar
ছবি: রিয়াল মাদ্রিদ

গোটা ম্যাচে একচ্ছত্র আধিপত্য দেখায় লা লিগার শিরোপাধারী রিয়াল। মুহুর্মুহু আক্রমণে তারা ব্যতিব্যস্ত রাখে এইবারের রক্ষণভাগ ও গোলরক্ষককে। মোট ২১টি শট নেয় জিদানের শিষ্যরা। যার মধ্যে লক্ষ্যে ছিল আটটি। তবে রিয়ালের জয়ের ব্যবধান হতে পারত অনেক বড়। তাদের তিনটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধে আসেনসিওর একটি প্রচেষ্টা বাধা পায় ক্রসবারেও।

পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জিদানের ভাষ্য, ‘(মাঠে নামার সময় বার্সেলোনা-লিভারপুল নিয়ে) আমাদের কোনো ভাবনা ছিল না। আমাদের মনোযোগ কেবল এই ম্যাচটিতে ছিল। আমরা খুব ভালো করেছি। এখন আমাদের সময় বিশ্রাম নেওয়ার এবং (বার্সা-লিভারপুলকে মোকাবিলায়) প্রস্তুত হওয়ার।’

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে আগামী মঙ্গলবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল। আগামী ১১ এপ্রিল লা লিগায় তাদের প্রতিপক্ষ বার্সা। চার দিন পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে আবার তারা মাঠে নামবে লিভারপুলের বিপক্ষে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago