পাটুরিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। করোনার সংক্রমণরোধে আগামীকাল সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণার পর রাজধানী ঢাকা ছাড়ছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাটুরিয়া ফেরিঘাটে বাড়ে যাত্রী ও যানবাহনের চাপ। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। করোনার সংক্রমণরোধে আগামীকাল সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণার পর রাজধানী ঢাকা ছাড়ছেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ।

আজ রোববার দুপুর পৌনে ৩টার দিকে পাটুরিয়াঘাট পুলিশ কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর জাসেলুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে যাত্রী ও যানবাহনের চাপের পর রাতে আবার চাপ সৃষ্টি হতে পারে।’

ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ সকালে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমেই বাড়তে থাকে।

এই নৌপথে ১৭টি ফেরির মধ্যে ১৬টি ফেরি সচল থাকায় ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

লকডাউন কঠোরভাবে পালন করতে আগামীকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান।

মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে কি না— এর জবাবে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও পুলিশ সুপার রিফাত রহমান শামীম ডেইলি স্টারকে জানান, এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সেক্ষেত্রে মহাসড়কে গাড়ি চলাচল করলে পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহন আটকা পড়ার আশঙ্কা থাকছে।

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

8h ago