সেরা চারে থাকাই এখন রোনালদোদের লক্ষ্য

টানা নয়বারের সিরি আর শিরোপাধারী জুভেন্টাস। তবে দশম শিরোপা সামনে এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দলটি। চলতি মৌসুমের শিরোপা হাতছাড়া করা কেবল সময়ের ব্যাপার মাত্র। এমনকি সেরা চারে থাকাও নিশ্চিত নয়। বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাপোলি। তাই সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাকেই প্রাধান্য দিচ্ছে তুরিনের ক্লাবটি।
ছবি: সংগৃহীত

টানা নয়বারের সিরি আর শিরোপাধারী জুভেন্টাস। তবে দশম শিরোপা সামনে এসে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি দলটি। চলতি মৌসুমের শিরোপা হাতছাড়া করা কেবল সময়ের ব্যাপার মাত্র। এমনকি সেরা চারে থাকাও নিশ্চিত নয়। বর্তমানে চতুর্থ স্থানে থাকলেও সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নাপোলি। তাই সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করাকেই প্রাধান্য দিচ্ছে তুরিনের ক্লাবটি।

আগের দিন পয়েন্ট তালিকার তলানির দল তোরিনোর বিপক্ষে হোঁচট খেয়েছে জুভেন্টাস। চলতি মৌসুমে মাত্র ৪টি জয় পাওয়া দলটির বিপক্ষে ২-২ গোলের সমতা মেনে মাঠ ছাড়ে তারা। তাতেই সেরা চার কঠিন হয়ে যায় তাদের জন্য। কারণ একই দিনে ক্রোতোনের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জিতে জুভেন্টাসকে ছুঁয়ে ফেলেছে নাপোলি। দুই দলের পয়েন্টই এখন ২৮ ম্যাচে ৫৬। একটি মাত্র গোলের ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে ওল্ড লেডিরা। সমান ম্যাচে শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ৬৮ পয়েন্ট।

তাই এখন সেরা চারকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে জুভেন্টাস। আগের ম্যাচ শেষে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন দলটির অধিনায়ক জিওর্জিও কিয়েলিনি, 'আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। এরজন্য আমাদের নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে যেতে হবে। সামনে আমাদের কোপা ইতালিয়ার ফাইনালও রয়েছে।'

আগের দিন তোরিনোর বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও হোঁচট খেয়েছে জুভেন্টাস। ম্যাচে অনেক সুযোগই সৃষ্টি করেছিল তারা। ফরোয়ার্ডদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পয়েন্ট খোয়াতে হয় তাদের। ক্রিস্তিয়ানো রোনালদোর মতো তারকাও সহজ মিস করেছেন। তবে এ সব চিন্তা না করে সতীর্থদের একতাবদ্ধ থেকে সামনের দিকে যাওয়ার তাগিদ দিলেন কিয়েলিনি। বিশেষ করে বুধবারের ম্যাচে। কারণ নাপোলির বিপক্ষে এ ম্যাচটি জিততে পারলে চতুর্থ স্থানে থাকার সম্ভাবনা জোরালো হবে তাদের।

'আমরা কিছু ভুল করেছি যা আপনি এই স্তরে এসে করতে পারবেন না। এটা দুঃখের বিষয়, কারণ ম্যাচটি আমাদের হাতে রাখার সক্ষমতা ছিল, তখন আমরা অনেক বড় ঝুঁকি চালাইনি এবং আমরা প্রচুর সম্ভাবনা তৈরি করেছিলাম।' আমাদের এখন নিজেদের মধ্যে কথা বলে একতাবদ্ধ থাকতে হবে। এসব আলোচনা বাদ দিয়ে আমাদের প্রতিদিন কাজ করে যেতে হবে। বুধবার আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে।'

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

22m ago