মামুনুল হককে নিয়ে পোস্ট: সুনামগঞ্জে যুবলীগ নেতা আটক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে নিয়ে একটি পোস্ট দেওয়ার ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সুনামগঞ্জের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত এমাদ আহমেদ জয় (৩৮) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জজ মিয়ার ছেলে। এমাদ ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র উপজেলা সভাপতি।
গতকাল রোববার রাতে তাকে আটক করে আজ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ সংঘটিত হতে পারে এমন অভিযোগ থাকায় সংঘাত ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে আটক করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।’
তবে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার মামুনুল হককে নিয়ে দেওয়া পোস্ট ও হেফাজত নেতাকর্মীদের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, ‘মূলত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা হয়নি। এলাকার পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।’
Comments