লকডাউনে স্টার সিনেপ্লেক্স বন্ধ
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আজ ৫ এপ্রিল থেকে দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন চলাকালে স্টার সিনেপ্লেক্স বন্ধ থাকবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়েছে, লকডাউনের সময়ে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সাময়িক বন্ধ রাখার জন্য দর্শকদের কাছে দুঃখপ্রকাশও করেছে স্টার সিনেপ্লেক্সে কর্তৃপক্ষ।
দর্শকদের উদ্দেশে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সবাই নিজের সুরক্ষার জন্য সচেতন থাকবেন। পরিস্থিতি অনুকূল হলে আবার আমরা একসঙ্গে মিলিত হব, আপনাদের পদচারণায় মুখরিত হবে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ।’
লকডাউনে স্টার সিনেপ্লেক্স বন্ধ থাকলেও সিনেমা হলগুলো খোলা রেখেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
সরকারের দিক থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় সিনেমা হল খোলা রেখেছে তারা।
Comments