চাঁপাইনবাবগঞ্জ থেকে যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী বকচর এলাকা থেকে আজ সোমবার এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার চর আষাঢ়ীয়াদহ গ্রামের মোহাম্মদ সুরুজের ছেলে মোহাম্মদ ফারুকের (২৫)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আমীর হোসেন মোল্লা বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর সীমান্তের শূন্যরেখা থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক যুবকের মরদেহ আজ ভোর ৫টার দিকে টহলরত বিজিবি সদস্যরা দেখতে পায়। সদর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে দুপুরে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।’

তিনি আরও বলেন, ‘ওই সীমান্তে কোনো গুলির শব্দ শোনা যায়নি। যুবকের মরদেহেও গুলির কোনো চিহ্ন নাই। বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) বিষয়টি জানানো হলে তারা হত্যার বিষয়টি অস্বীকার করেছে।’

‘তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না পুলিশের সুরতহাল রিপোর্টে জানা যাবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি,’ বলে যোগ করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, ‘ময়নাতদন্তের পরই হত্যার প্রকৃত কারণ জানা যাবে।’

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

3h ago