আজও শনাক্ত ৭ হাজারের বেশি, মৃত্যু ৫২
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাত হাজার ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ছয় লাখ ৪৪ হাজার ৪৩৯ জন।
এ নিয়ে টানা দ্বিতীয় দিন দৈনিক সাত হাজারে বেশি রোগী শনাক্ত হলো। গতকাল শনাক্ত হয়েছিল সাত হাজার ৮৭ জন।
একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫২ জন। গতকাল ৫৩ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন নয় হাজার ৩১৮ জন।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩০ হাজার ২৩৯টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও সাত হাজার ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪০ শতাংশ।
মার্চের শুরু থেকেই দেশে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে থাকলেও গত ১০ দিনেরও বেশি সময় ধরে তা দ্রুত গতিতে বাড়ছে। গত ২৬ মার্চ শনাক্তের হার ছিল ১৩ দশমিক ৬৯ শতাংশ। ২৭ মার্চ তা বেড়ে ১৪ দশমিক ৯০ শতাংশ, ২৮ মার্চ ১৭ দশমিক ৬৫ শতাংশ, ২৯ মার্চ ১৮ দশমিক ৩৮ শতাংশ, ৩০ মার্চ ১৮ দশমিক ৯৪ শতাংশ, ৩১ মার্চ ১৯ দশমিক ৯০ শতাংশ, ১ এপ্রিল ২২ দশমিক ৯৪ শতাংশ, ২ এপ্রিল ২৩ দশমিক ২৮ শতাংশ, ৩ এপ্রিল ২৩ দশমিক ১৫ শতাংশ ও গতকাল ২৩ দশমিক ০৭ শতাংশে দাঁড়ায়।
আজসহ টানা এক সপ্তাহ যাবৎ গড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা প্রায় ৫৩। গত ৩০ মার্চ মারা গেছেন ৪৫ জন, ৩১ মার্চ ৫২ জন, ১ এপ্রিল ৫৯ জন, ২ এপ্রিল ৫০ জন, ৩ এপ্রিল ৫৮ জন ও গতকাল ৫৩ জন মারা গেছেন।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ ও ১৮ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ০-১০ বছরের মধ্যে, একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, নয় জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৩২ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৯৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫৫ হাজার ৪১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৮ লাখ ১৩ হাজার ৬২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। আর মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।
আরও পড়ুন:
একদিনে শনাক্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৫৩
আজ শনাক্তের হার ২৩.১৫ শতাংশ মৃত্যু ৫৮
আজও সর্বোচ্চ শনাক্ত ৬৮৩০ মৃত্যু ৫০
আজও রেকর্ড শনাক্ত ৬৪৬৯, মৃত্যু ৫৯
একদিনে দেশে রেকর্ড শনাক্ত ৫৩৫৮ মৃত্যু ৫২
আজও শনাক্ত ৫ হাজারের বেশি, মৃত্যু ৪৫
একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১ মৃত্যু ৪৫
একদিনে শনাক্তের হার ১৭.৬৫ গতকালের চেয়ে ২.৭৫ শতাংশ বেশি, মৃত্যু ৩৫
সাড়ে তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৯ শনাক্তের হার ১৪.৯০
আজ টানা চতুর্থ দিন শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি, মৃত্যু ৩৩
তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৪ শনাক্তের হার ১৩.২৬
প্রায় ৯ মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫
Comments