তবুও মেসি-ডি ইয়ংকে বিশ্রাম দিচ্ছেন না বার্সা কোচ

আর মাত্র একটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি ও মাঝমাঠের কাণ্ডারি ফ্র্যাঙ্কি ডি ইয়ং। এল ক্লাসিকোর ম্যাচের আগে অপেক্ষাকৃত দুর্বল রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে বিশ্রাম পেতেই পারতেন এ দুই তারকা খেলোয়াড়। কিন্তু মৌসুমের এ পর্যায়ে এসে বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কোচ রোনাল্ড কোমান।
আগের দিন শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদ হেরে গেছে সেভিয়ার কাছে। তাতে তাদের কাছাকাছি চলে যাওয়ার বড় সুযোগ এসেছে বার্সেলোনার। আজ রাতে ভায়াদোলিদের বিপক্ষে জিতলেই দুই দলের মধ্যকার ব্যবধান হবে মাত্র ১। ২৮ ম্যাচ শেষে বর্তমানে বার্সার সংগ্রহ ৬২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকোর পয়েন্ট ৬৬।
তাই আজ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বার্সার জন্য। লা লিগা শিরোপা পুনরুদ্ধার করার বড় সম্ভাবনা তৈরি হবে দলটির। আত্মবিশ্বাসও বাড়বে। সেরা তারকাদের বিশ্রামে রাখার ঝুঁকি তাই নিতে চাইছেন না বার্সা কোচ, 'আমরা জানি আমাদের দুই জন খেলোয়াড় নিষেধাজ্ঞা থেকে মাত্র একটি কার্ড দূরে আছে। কিন্তু এখন কার্ডের কথা মাথায় রেখে কিংবা ফ্রেশ হতে বিশ্রাম নেওয়ার সময় নয়।'
লিগে এখনও ১০ রাউন্ড বাকী রয়েছে বার্সেলোনার। শিরোপা জিততে হলে ধারাবাহিকভাবে সব ম্যাচেই ভালো করতে হবে তাদের। এ সময়ে এসে পা হড়কানোর কোনো সুযোগ নেই। তাই মেসি-ডি ইয়ংদের দলে রাখাই ভালো সিদ্ধান্ত বলে জানান এ ডাচ কোচ, 'আমাদের আর ১০টি ম্যাচ বাকী রয়েছে। ঝুঁকি সবসময়ই থাকবে। আমার মনে হয় তাদের দলে রাখাই আমাদের জয় এনে দিতে পারে।'
তবে পয়েন্ট টেবিল বলছে প্রতিপক্ষ খুব বড় হুমকি হয়ে দাঁড়ানোর কথা নয়। ১৬ নম্বরে অবস্থান তাদের। তারচেয়েও বড় কথা দলের অনেক খেলোয়াড়ই তাদের ইনজুরিতে। এমন ম্যাচে মেসিদের বিশ্রাম রাখা যেতেই পারতো। কিন্তু কোমান কোনো ম্যাচকেই সহজ হিসেবে দেখছেন না, 'আমাদের প্রস্তুত থাকতে হবে, তাদের দলে অনেক ইনজুরি রয়েছে বলে এটা সহজ ম্যাচ হবে এটা ভাবতে পারি না।'
নিজেদের সেরাটা দিয়েই জয় পেতে হবে বলে জানান কাতালান কোচ, 'আমাদের অনেক শক্তি ও ছন্দ নিয়ে এগিয়ে যেতে হবে। বলেও ভালো নিয়ন্ত্রণ থাকতে হবে। আমাদের নিজেদের স্তর অনুযায়ী খেলতে হবে। এই ম্যাচ হয়তো কোনো সমস্যা সৃষ্টি করবে না কিন্তু আপনাকে সবসময় কঠিন কিছু হতে পারে ভেবেই কাজ করে যেতে হবে।'
উল্লেখ্য, আগামী শনিবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সেরা দুই তারকার কার্ড দেখার ব্যাপার নিয়ে ভাবতেই হচ্ছে দলটিকে।
Comments