পিএসজিতে মেসির সঙ্গে একত্রে খেলা হবে অসাধারণ: দি মারিয়া
চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে লিওনেল মেসির। নতুন চুক্তি না করা পর্যন্ত তার দল বদল নিয়ে প্রতিদিনই নতুন নতুন গুঞ্জন ছড়াচ্ছে। মেসিকে পাওয়ার দৌড়ে আছে অনেক ক্লাবই। ফরাসি ক্লাব পিএসজির নাম আছে শুরুর দিকেই। আর শেষ পর্যন্ত মেসি যদি এ ফরাসি ক্লাবে খেলেন তাহলে তা অসাধারণ একটি ব্যাপার হবে বলে জানান ক্লাবটির অন্যতম সেরা তারকা আনহেল দি মারিয়া।
তবে জাতীয় দলে এ দুই তারকা অনেকবারই এক সঙ্গে খেলেছেন। তাই ভালো করেই জানেন মেসির সঙ্গে খেলতে পারার ব্যাপারটা। সেটা ক্লাব পর্যায়েও চান দি মারিয়া। বিইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার পুরো ক্যারিয়ারে, যা আমি দেখেছি, তাতে আমার মনে হয়েছে লিও অন্য জগতের... তার মতো খেলোয়াড়কে দলে পাওয়া সত্যিই অসাধারণ ব্যাপার।'
তবে এ নিয়ে খুব বেশি কিছু বলেননি এ আর্জেন্টাইন, 'তবে সে বার্সেলোনার খেলোয়াড়। তার একটি চুক্তি রয়েছে। এটা শেষ হলে, আমরা দেখব। আমি তার সঙ্গে অনেক কথা বলেছি এবং সবসময়ই বলি যে মূল বিষয়টা হলো তার সুখে থাকা এবং তার পরিবারের। এরচেয়ে বেশি কিছু বলা খুব কঠিন।'
মেসির দলবদল নিয়ে অবশ্য এর আগেও বেশ কয়েকবার মন্তব্য করেছিলেন দি মারিয়া। ক্যানেল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির পিএসজিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেছিলেন, 'আমার মনে হচ্ছে। (মেসির পিএসজিতে যোগ দেওয়ার) অনেক বড় সুযোগ রয়েছে। আমাদের শান্ত থাকতে হবে এবং জিনিসগুলো এগিয়ে যেতে দিতে হবে।'
আর এমন মন্তব্যে বেজায় খেপেছিল বার্সা কর্তৃপক্ষ। দি মারিয়াকে সংবাদ সম্মেলনেই ধুয়ে দিয়েছিলেন বার্সা কোচ রোনাল্ড কোমান। তাই এবার হয়তো কিছুটা বুঝেশুনেই কথা বলেছেন দি মারিয়া।
উল্লেখ্য, চলতি মৌসুমের শুরুতে মেসির দল বদল নিয়ে বেশ নাটক হয়। বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা জানিয়েছিলেন ক্লাবকে। কিন্তু রিলিজ ক্লজের বেড়াজালে তাকে আটকে রাখেন ক্লাবটির তৎকালীন সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। তবে ক্লাব সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তা আসার পর চিত্র কিছুটা পাল্টেছে। তবে এখনও চুক্তির কোনো আভাষ মিলেনি। নতুন মৌসুমে হয়তো নতুন দলে দেখা যেতেও পারে রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে।
Comments