লকডাউন না মানায় সাভারে শপিং কমপ্লেক্স, বাস ও পথচারীকে জরিমানা
লকডাউন অমান্য করায় সাভারে শপিং কমপ্লেক্স, দূরপাল্লার বাস ও পথচারীদের জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল থেকে সাভার ও হেমায়েতপুর এলাকায় বিভিন্ন মার্কেট, রেস্তোরাঁ ও পরিবহনে এ অভিযান চালানো হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যকর করতে সকাল থেকেই আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। প্রথম দিনে আমরা লকডাউন অমান্যকারীদের জরিমানা করে সতর্ক করেছি।’
তিনি জানান, হেমায়েতপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লালন টাওয়ার শপিং কমপ্লেক্স খোলা রাখার কারণে মার্কেট কর্তৃপক্ষকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় সুরুচি রেস্তোরাঁয় লোক বসিয়ে নাস্তা খাওয়ানোর কারণে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, ঢাকা-আরিচা মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার বাস যাত্রী পরিবহন করায় সেটিকে পাঁচশ টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বিভিন্ন স্থানে মাস্ক না পরে লকডাউন নির্দেশনা অমান্যকারী চার পথচারীকে মোট ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
Comments