লেখক মুশতাকের বাবা আবদুর রাজ্জাকের দাফন আজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আজ মঙ্গলবার আবদুর রাজ্জাকের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
আবদুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের বাবা আবদুর রাজ্জাক মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আজ মঙ্গলবার আবদুর রাজ্জাকের মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

আবদুর রাজ্জাকের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মুশতাকের বন্ধু ডা. ফ্লোরা তাসনীম ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের বড় ভাই লেখক আহসান কবির।

মুশতাকের চাচাত ভাই ডা. নাফিজুর রহমান ডেইলি স্টারকে জানান, গত ২৮ মার্চ আবদুর রাজ্জাকের করোনা শনাক্ত হয়। এরপর ২৯ মার্চ তাকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন সাপোর্টের প্রয়োজনে গতকাল সেখান থেকে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেই হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকরা যখন তাকে দেখছিলেন, তখন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

করোনার স্বাস্থ্যবিধি মেনে আজ রাজধানীর রায়েরবাজারে আবদুর রাজ্জাকের মরদেহ দাফন করা হবে বলেও জানান ডা. নাফিজুর রহমান।

আবদুর রাজ্জাক স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের পরিচালক ছিলেন। এ ছাড়াও, তিনি ইস্টার্ন কেবলস লিমিটেডের চট্টগ্রামের জিইসি প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন। এর আগে তিনি কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন।

উল্লেখ্য, কারাগারে থাকা অবস্থায় গত ২৫ ফেব্রুয়ারি লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়। তার মৃত্যুর ৩৯ দিনের মাথায় বাবা আবদুর রাজ্জাক মারা গেলেন।

আরও পড়ুন:

মুশতাক গতকালও জামিন পাননি, আজ কারাগারে মারা গেলেন

Comments