২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা
পল্টন মডেল থানায় ২৬ মার্চের সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও আরও ১৬ জনের নামে এবং অজ্ঞাতনামা দুই হাজার থেকে তিন হাজার জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
গতকাল সোমবার রাতে এ মামলা দায়ের করা হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বলেন, ২৬ মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালীন রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কাছে যানবাহনে অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগে এই মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ঢাকার ওয়ারী এলাকার ব্যবসায়ী খন্দকার আরিফ-উজ-জামান এই মামলা দায়ের করেছেন।
আরিফ-উজ-জামান ঢাকা দক্ষিণ যুবলীগের উপ দপ্তর সম্পাদক।
ঢাকায় হেফাজতে ইসলামের সমর্থকরা নামাজের ঠিক পরে জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মোদি বিরোধী বিক্ষোভ শুরু করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররমের আশেপাশে অবস্থান নেওয়া বাংলাদেশ ছাত্রলীগসহ ক্ষমতাসীন দলের অন্যান্য নেতাকর্মীরা হেফাজতের বিক্ষোভকারীদের দিকে ইট-পাটকেল ছুড়ে তাদের মসজিদের ভেতরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
তবে বিক্ষোভকারীরা পুনরায় সংঘবদ্ধ হয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।
অন্তত দুই ঘণ্টা সংঘর্ষের পর বিকাল ৫টার দিকে উভয়পক্ষ এলাকা ছেড়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের কাছে জানা যায়।
আরও পড়ুন:
মামুনুল হককে নিয়ে পোস্ট: সুনামগঞ্জে যুবলীগ নেতা আটক
ফেসবুক লাইভে মামুনুলের পক্ষে সাফাই, কুষ্টিয়ায় এএসআই প্রত্যাহার
বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ: ঢামেকে চিকিৎসা নিয়েছেন ১৪৮ জন
Comments