চাঁদপুরে মেঘনায় ৩ জেলের মরদেহ উদ্ধার
চাঁদপুরের হাইমচরে মেঘনায় গত রোববারের ঝড়ে নিখোঁজ তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার চরভৈরবী এলাকায় মেঘনা নদী থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গতকাল সোমবার বিকেলে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন— সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা এলাকার জেলে আলমগীর হাওলাদার (৪২) ও মোহাম্মদ আলী (৪০) এবং গোবিন্দিয়া গ্রামের মনসুর আহমেদ বেপারী।
চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত রোববার সন্ধ্যায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে নামলে হঠাৎ করে ঘূর্ণিঝড় শুরু হয়। সেসময় পাঁচটি নৌকা ডুবেছে বলে জেনেছি। তবে নৌকাগুলোতে কতজন জেলে ছিলেন তা জানা যায়নি।’
‘এরপর, জেলেদের মরদেহ নদীতে ভাসতে দেখা গেলে দমকল বাহিনীর কর্মীরা তা উদ্ধার করেন,’ যোগ করেন তিনি।
Comments