লকডাউন প্রত্যাহারের দাবিতে বরিশালে ব্যবসায়ীদের বিক্ষোভ
লকডাউন প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে বরিশাল নগরীর গির্জা মহল্লা ও চকবাজার এলাকার দোকান মালিক-কর্মচারীরা লকডাউন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ মিছিল সদর রোডে পৌঁছালে পুলিশ সেখানে তাদের থামিয়ে দেয়।
গির্জা মহল্লা ব্যবসায়ী মালিক সমিতি ও মোবাইল ফোনের দোকান মালিক সমিতির সদস্যরা জানান, তারা গত বছর লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সামনে রমজান মাস, এ সময় দোকান বন্ধ রাখলে তারা স্থায়ী ক্ষতির মুখে পড়বে।
তারা জানান, স্বাস্থ্যবিধি মেনেই তারা ব্যবসা পরিচালনা করতে চান।
জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা দ্য ডেইলি স্টারকে জানান, সরকার নির্দেশিত লকডাউন মানতে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জেল-জরিমানা করা হচ্ছে।
আরও পড়ুন-
স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার দাবিতে বগুড়ায় বিক্ষোভ
টাঙ্গাইলে নিষেধাজ্ঞায় সাড়া নেই, দোকান খোলার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ
Comments