কার্টুনিস্ট কিশোরের চোখে অস্ত্রোপচার সম্পন্ন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের চোখে অস্ত্রোপচার করা হয়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ আই হসপিটালে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। কিশোরের বড় ভাই লেখক আহসান কবির দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘কিশোরকে সকাল ১০টায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা অপারেশন শেষে বের করে আনা হয়। অপারেশন সফল হয়েছে। কিশোর বর্তমানে সুস্থ আছে এবং বিশ্রাম নিচ্ছে।’
কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর গত ৪ মার্চ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান কিশোর।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দ্য ডেইলি স্টারকে এবং গত ১০ মার্চ আদালতে হাজির হয়ে হেফাজতে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দেন কিশোর।
গত ১৩ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কিশোরের ডান কানে অস্ত্রোপচারের মাধ্যমে একটি যন্ত্র বসানো হয়। তিন থেকে ছয় মাসের মধ্যে অবস্থা ভালোর দিকে গেলে সেটা অটোমেটিক্যালি বের হয়ে আসবে। অন্যথায় চিকিৎসকরা অবস্থা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
পরে আদালতের নির্দেশে গত ১৮ মার্চ কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিকেল বোর্ড। তারা কিশোরের চোখ, কান ও ডায়াবেটিসের সমস্যাগুলোর জন্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়।
এরপর আজ কিশোরের চোখে অস্ত্রোপচার করা হলো। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
আরও পড়ুন:
কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে ঢামেকের মেডিকেল বোর্ড
কিশোরের স্বাস্থ্য পরীক্ষায় ঢামেকের মেডিকেল বোর্ড গঠন
কিশোরসহ ১০ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তদন্ত প্রতিবেদন ১৫ এপ্রিল
কিশোরকে নির্যাতনের তদন্তভার পিবিআইকে দিলেন আদালত
কিশোরকে নির্যাতন: দুপুর ২টায় আদেশ দেবেন আদালত
কিশোরের ডান কানে অস্ত্রোপচার সম্পন্ন
আদালতেও নির্যাতনের বর্ণনা দিলেন কিশোর
কিশোরকে নির্যাতনের অভিযোগ: সেশন কোর্টে আবেদন করার নির্দেশ
কিশোর-মুশতাকের সামনে অসহায় এক সাংবাদিক
নির্যাতন করা হয়েছে, এখন হাসপাতালে যাচ্ছি: কিশোর
‘ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা নয়, বাতিল করতে হবে’
১০ মাস পর মুক্তি পেলেন কার্টুনিস্ট কিশোর
কিশোরের ক্ষোভ, চিন্তা ও বিবেকের স্বাধীনতা
‘কিশোরের সঙ্গে আজ মুশতাকেরও মুক্ত হওয়ার কথা ছিল’
যা ঘটেছিল মুশতাককে ধরে নিয়ে যাওয়া সেই রাতে
কিশোর ভালো আছেন, এখনো কানের বিশেষ উন্নতি হয়নি
কার্টুনিস্ট কিশোরের রিমান্ড নামঞ্জুর
কারাবন্দি কার্টুনিস্ট কিশোর পেলেন রবার্ট রাসেল কারেজ অ্যাওয়ার্ড
Comments