রংপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
clash
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

রংপুরের গঙ্গাচড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নোহালী ইউনিয়নের চরবাগডোহরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নোহালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম (৫০) ও সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল (৫৭)।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নোহালী ইউপি চেয়ারম্যান আবুল কালাম টিটুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ইউপি সদস্য আজিজুল ইসলামের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। এর আগেও একবার মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবারও মারামারি হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে একজন মারা যান।’

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ও সাইফুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর ১টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক ইউপি সদস্য সাইফুলের বড় ভাই রিয়াজুল (৫৭) ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ইউপি সদস্য আজিজুল ইসলাম গুরুতর আহত হন। এ ছাড়া, উভয়পক্ষের আমেনা (১৮), হেলাল (৩৪), সেরাজুল (৩০), অজিপা (৫০), আবুল কালামসহ (২৫) অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ইউপি সদস্য আজিজুল ইসলাম মারা যান।

Comments

The Daily Star  | English

40 garment factories closed in Ashulia amid labour unrest

Forty garment factories are closed today in Ashulia industrial area due to ongoing workers' protests over various demands

6m ago