এমদাদ’র বৈশাখ আয়োজন

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে নতুন আয়োজন নিয়ে এসেছেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক।
Emdad fashion
আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে ‘এমদাদ’র আয়োজন। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে নতুন আয়োজন নিয়ে এসেছেন ফ্যাশন ডিজাইনার এমদাদ হক।

বাঙালির প্রাণের উৎসব বৈশাখে ‘এমদাদ’র রয়েছে খাদি অফ হোয়াইট শাড়িতে লাল-কালোর কম্বিনেশনে পাড় এমব্রয়ডারি শাড়ি। এর দাম সাড়ে তিন হাজার টাকা।

এছাড়াও রয়েছে ভিন্ন ভিন্ন শেডে সুতি মলমল টাই-ডাইয়ে কাঁথা, ব্লক ও হাজার বুটি সম্বলিত শাড়ি। এর দামও সাড়ে তিন হাজার টাকা।

বৈশাখের আয়োজনে রয়েছে টাই-ডাই পাঞ্জাবি। এর দাম রাখা হয়েছে ১,২০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত।

‘এমদাদ’-এ কুর্তিও রয়েছে নানা ডিজাইনের। দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে একেকটি কুর্তি।

Comments

The Daily Star  | English

The Daily Star-IPDC unsung women nation builders award-2023: Hats off to grassroots women trailblazers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

43m ago