কালজয়ী কণ্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন
করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন।

কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। ছবি: সংগৃহীত
করোনায় আক্রান্ত হয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী মারা গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ১০টা ২৫ মিনিটে তিনি মারা যান।
কণ্ঠশিল্পী ফকির আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ইন্দ্রমোহন রাজবংশী ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন। তিনি মূলত ছিলেন লোকগানের শিল্পী। সরকারি সংগীত কলেজে তিনি লোকসংগীত বিভাগের প্রধান হিসেব দীর্ঘদিন কাজ করেছেন।
Comments