রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, বাসচালক আটক
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক গোলাম মোস্তফা (৬০) মারা গেছেন।
আজ বুধবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় গোলাম মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত গোলাম মোস্তফাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী শিপু হালদার বলেন, ‘নিউমার্কেট সংলগ্ন রাস্তায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস তার অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে যায়। ভেতরে থাকা চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত গোলাম মোস্তফা রামপুরা টিভি সেন্টার এলাকায় থাকতেন। তার বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।’
তিনি আরও বলেন, ‘এই ঘটনায় ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটক রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানায় অবহিত করা হয়েছে।’
Comments