ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানির অনুমোদন
সরকারি গুদামে মজুত বাড়াতে সরকার ভারত থেকে আরও দেড় লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে ।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে দুটি মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
এর মধ্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সরকারি পর্যায়ে ভারতের একটি কৃষি বিষয়ক সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ১ লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। অন্য দিকে ক্রয় সংক্রান্ত কমিটির সভায় ভারতের বেসরকারি কোম্পানি পি কে এগ্রি লিংক প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে প্রায় ১৭৫ কোটি টাকা।
সরকার গত জানুয়ারি থেকে চাল আমদানির উদ্যোগ নিলেও মজুত দিন দিন কমছে। গত ৪ এপ্রিল খাদ্যের মজুত ছিল ৪ লাখ ৮৮ হাজার টন, যার মধ্যে চাল ছিল ৩ লাখ ৯৯ হাজার টন।
গত ২৪ মার্চ ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির প্রস্তাবের অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আরও পড়ুন-
ভারত থেকে ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন
Comments