নোয়াখালীর এমপি মামুনুর রশিদ কিরণ করোনায় আক্রান্ত

নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) এমপি ও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ কিরণ করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রতীকী ছবি। সংগৃহীত

নোয়াখালী-৩ আসনের (বেগমগঞ্জ) এমপি ও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ কিরণ করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ বুধবার দুপুরে এমপির বড় ছেলে বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিহান আল রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তার বাবা মামুনুর রশিদ কিরণ, মা জেসমিন আক্তার ও তিনি অসুস্থ বোধ করায় গত সোমবার করোনা পরীক্ষার জন্য ঢাকায় হাসপাতালে তিনি বাবা-মাসহ পরিবারের চার সদস্যের নমুনা দেন।

‘গতকাল মঙ্গলবার রাতে বাবা, মা ও আমার করোনা রিপোর্ট পজিটিভ আসে,’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।’

Comments