শপথ নিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন কমিটি
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২০-২১ মেয়াদে বিজয়ী নতুন কমিটি শপথ নিয়েছেন আজ বুধবার। নতুন কমিটির নির্বাচিত সদস্যদের বিএফডিসির খোলা চত্বরে শপথবাক্য পাঠ করানো হয়।
প্রথমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা আব্দুল লতিফ বাচ্চু নির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথবাক্য পাঠ করান। পরে সোহানুর রহমান সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া শাহীন সুমনসহ তার প্যানেলের নবনির্বাচিত ১৭ সদস্যের কমিটিকে শপথবাক্য পাঠ করান।
এ সময় বিদায়ী সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এবার যারা নির্বাচিত হয়েছেন, তারা যথেষ্ট যোগ্য বলেই তাদের নির্বাচিত করেছে। তাদের হাতে চলচ্চিত্র শিল্পে উল্লেখযোগ্য সাফল্য আসবে, এটাই আমার বা আমাদের চাওয়া।’
গত ২ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সমিতির নির্বাচন। এই নির্বাচনে সভাপতি হিসেবে জয় লাভ করেছে সোহানুর রহমান সোহান, মহাসচিব হয়েছেন শাহীন সুমন এবং সহ-সভাপতি হয়েছেন ছটকু আহমেদ, উপমহাসচিব হিসেবে কবিরুল ইসলাম রানা, সহসভাপতি হিসেবে ছটকু আহমেদ, অর্থসচিব হিসেবে মো. সালাহউদ্দিন, সাংগঠনিক সচিব হিসেবে রকিবুল আলম রকিব, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন, সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব আনোয়ার সিরাজী। কার্যনির্বাহী সদস্য পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।
Comments