এল ক্লাসিকোর রেফারি মাতেউ লাহজ

সবশেষ রাউন্ডে সেভিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদের হারে জমে উঠেছে লা লিগা। মাদ্রিদের দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। আর এ সময়ে এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। আর মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মাতেউ লাহজ। আর ভিএআরের দায়িত্ব বর্তেছে সোতো গ্রাদোর কাঁধে।
ছবি: সংগৃহীত

সবশেষ রাউন্ডে সেভিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদের হারে জমে উঠেছে লা লিগা। মাদ্রিদের দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। আর এ সময়ে এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। আর মহা গুরুত্বপূর্ণ এ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মাতেউ লাহজ। আর ভিএআরের দায়িত্ব বর্তেছে সোতো গ্রাদোর কাঁধে।

আগামী শনিবার নিজেদের মাঠ রিয়াল মাদ্রিদের মাঠে গুরুত্বপূর্ণ এ ম্যাচে নামছে বার্সেলোনা। এ ম্যাচেই নির্ভর করছে বার্সেলোনার লিগ দৌড়ে টিকে থাকার ব্যাপারটি। কিন্তু লাহজের নাম ঘোষণায় কিছুটা হলেও দুশ্চিন্তায় রয়েছে তারা। কারণ তার অধীনে খেলা পাঁচটি এল ক্লাসিকোর মাত্র একটিকে জয় পেয়েছে তারা। প্রায় প্রতি ম্যাচেই তার রেফারিং নিয়ে বিতর্ক হয়েছে।

তবে সবমিলিয়ে লাহজের অধীনে ৪২টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। এর মধ্যে ২৯টি ম্যাচে জয় পেয়েছে। আটটি ড্র ও পাঁচটি হার। এই পাঁচটি হারের তিনটিই এসেছে আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

সবশেষ সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে'র ম্যাচে রেফারি ছিলেন লাহজ। সে ম্যাচে বার্সেলোনা হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। সে ম্যাচেও একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিল বার্সা। ম্যাচের ৭২তম মিনিটে সুসোকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে গিয়েছিলেন বার্সা ডিফেন্ডার জর্দি আলবা। কিন্তু ঢোকার পথে তাকে টেনে ধরেন সুসো। তাতে পড়ে যান আলবা। আবেদন হয় পেনাল্টির। কিন্তু ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন রেফারি। এ নিয়ে তখন থেকেই অসন্তুষ্ট ছিল বার্সা খেলোয়াড়রা। তাদের দাবী আলবাকে ফাউল করা হয় ডি-বক্সের মধ্যেই।

রেফারিং নিয়ে এ ধরণের বিতর্ক বাড়িয়ে দিয়েছেন লা লিগার সাবেক রেফারি এদুয়ার্দো ইতুরালদে গনজালেস। তার দাবী, স্পেনের ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক। কাদেনা সারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ রেফারি বলেছিলেন, 'প্রায় ৯০ শতাংশ রেফারি রিয়াল মাদ্রিদের সমর্থক, ১০ শতাংশ বার্সেলোনার। বার্সেলোনার সমর্থকরা পছন্দ করুক বা না করুক, কাতালুনিয়া ছাড়া স্পেনের ৭০ শতাংশ মানুষ রিয়াল মাদ্রিদের সমর্থক।'

উল্লেখ্য, দুদিন আগে উসমান দেম্বেলের করা শেষ মুহূর্তের গোলে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলের কষ্টের জয় পায় বার্সা। তাতে অ্যাতলেতিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান একে নিয়ে আসে দলটি। এর আগের দিনে সেভিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল অ্যাতলেতিকো। লিগে আর বাকী রয়েছে নয় রাউন্ড। তাই ক্লাসিকোর ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

1h ago