নামাজের আগে-পরে মসজিদে সভা-সমাবেশ করা যাবে না: ধর্ম মন্ত্রণালয়

দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে ও পরে সভা-সমাবেশে না করাসহ তিনটি শর্ত দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ছবি: সংগৃহীত

দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে ও পরে সভা-সমাবেশে না করাসহ তিনটি শর্ত দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তিন শর্ত মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শর্তগুলো হলো-

১. জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা ও সমাবেশ করা যাবে না।

২. মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করতে হবে।

৩. এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় থেকে গত ৫ এপ্রিল জারি করা ১০ দফা নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে।

স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন হলে দায়িত্বশীলদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুন:

মসজিদে নামাজ আদায়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

কোভিড-১৯ প্রতিরোধে নিষেধাজ্ঞা: যা করা যাবে, যা করা যাবে না

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago