‘বাবা বলে ডাকতেই সাড়া দিয়েছেন’

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ মার্চ থেকে তিনি আইসিইউতে অচেতন থাকার পর আজ বুধবার বিকেলে ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।
অভিনেতা ফারুক। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ মার্চ থেকে তিনি আইসিইউতে অচেতন থাকার পর আজ বুধবার বিকেলে ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন তার ছেলে।

আজ রাতে ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরৎ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিকেলে আমার বাবা ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন। হাতও নাড়িয়েছেন। আমি বাবা বলে ডেকেছি তিনি সাড়াও দিয়েছেন। ডাক্তাররা বলেছেন- বাবার  অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। সম্পূর্ণ  সুস্থ হতে কিছুটা সময় লাগবে।’

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল ও দিন যায় কথা থাকে ইত্যাদি।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

Yunus holds brief meeting with Malaysian PM at Dhaka airport

Following the meeting, they boarded the same car to travel to the bilateral venue

2h ago