হবিগঞ্জের তেল পরিশোধনাগারের আগুন নিয়ন্ত্রণে
প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিলেট গ্যাসফিল্ডের আওতাধীন একটি তেল পরিশোধনাগারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দমকল বাহিনীর ছয়টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
আজ বৃহস্পতিবার হবিগঞ্জ দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাত পৌনে ১২টার দিকে রশিদপুরে বড়গাঁও চার হাজার ব্যারেল তেল পরিশোধনাগারের বার্ন ফিডের (বর্জ্য মজুদ করা স্থানে) কন্টেইনারে আগুন ধরে।’
‘সংবাদ পেয়ে হবিগঞ্জ দমকল বাহিনীর তিনটি ইউনিটসহ শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গলের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা রাত সাড়ে ১২টায় সেখানে পৌঁছে। তারা রাত পৌনে ২টায় আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তেল পরিশোধনাগার কর্তৃপক্ষই বলতে পারবে।’
শ্রীমঙ্গল স্টেশনের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন ডেইলি স্টারকে বলেছেন, ‘পরিশোধনাগারের ভেতরে একটি ডাস্টবিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাস্টবিনে কীভাবে আগুন লাগলো তা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো জানা যায়নি।’
এই প্ল্যান্টের মহাব্যবস্থাপক রওনকুল ইসলাম অপু ডেইলি স্টারকে বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’
Comments