৯ দিনে ৬০ ভাগ জনগণকে টিকা দিয়েছে ভুটান

নয় দিনের মধ্যেই বেশিরভাগ জনগণকে কোভিড-১৯ এর টিকা দিয়েছে ভুটান। গতকাল বুধবার ভুটান সরকার জানিয়েছে, তাদের ৬১ শতাংশ জনগণ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে।
রয়টার্স ফাইল ছবি

নয় দিনের মধ্যেই বেশিরভাগ জনগণকে কোভিড-১৯ এর টিকা দিয়েছে ভুটান। গতকাল বুধবার ভুটান সরকার জানিয়েছে, তাদের ৬১ শতাংশ জনগণ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে।

এএফপি জানায়, ভারত থেকে পাওয়া অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে টিকা কর্মসূচি শুরু করেছে হিমালয়ের ছোট্ট দেশ ভুটান। দেশটির ৭ লাখ ৭০ হাজার জনগণের মধ্যে ৪ লাখ ৭০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে, যা মোট জনসংখ্যার ৬১ দশমিক ৩ শতাংশ।

কোভিড-১৯ এর টিকা দেওয়ার ক্ষেত্রে এর আগে রেকর্ড গড়েছিল ইসরায়েল। দেশটিতে অর্ধেকেরও বেশি মানুষ ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ টিকা পেয়েছে।

তবে এএফপি জানিয়েছে, সিচিলিস, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাতসহ টিকা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকা অন্যান্য দেশগুলোর তুলনায় ভুটান সবার আগে ৬০ শতাংশ জনগণকে টিকা দিতে পেরেছে।

গত ২৭ মার্চ থেকে ভুটানে করোনা টিকা কর্মসূচির প্রচারণা শুরু হয়। গর্ভবতী নারী, সদ্য মা হয়েছেন এমন নারী, টিকা নিলে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারেন এমন জনগোষ্ঠী ও গুরুতর অসুস্থদের বাদ রেখে দেশটির পাঁচ লাখ ৩৩ হাজার প্রাপ্তবয়স্কদের সাত দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিল ভুটান।

তবে পরে এই সময়সীমা কয়েক সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে জানান, টিকা দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য কর্মকর্তারা এখন ৭০ বছরের বেশি বয়সী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিচ্ছেন।

মহামারি মোকাবিলায় বিশ্বে অন্যতম সফল দেশ ভুটান। সরকারি হিসাব অনুযায়ী, ভারত ও চীনের সঙ্গে সীমান্ত ভাগ করে নেওয়া দেশ দেশটিতে এখন পর্যন্ত ৮৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন মাত্র এক জন।

আরও পড়ুন:

মন ভালো করা ভুটানের চিকিৎসা ব্যবস্থা

করোনা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার আদর্শ দেশ ভুটান

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

1h ago