হালদা নদীর পাড় খননকালে ভূমিধসে তরুণের মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হালদা নদীর পাড় থেকে মাটি খননকালে ভূমিধসে মো. শাকেল (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় আক্কুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবদুল্লাহ। তিনি জানান, শাকেল সুয়াবিল ইউনিয়নের মৃত মো. বেলালের ছেলে।
ওসি বলেন, ‘হালদা নদীর পাড় থেকে মাটি সংগ্রহ করে ট্রাকে তোলার সময় ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেই তরুণ মারা যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।’
উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই অবৈধভাবে হালদা নদীর পাড়ে মাটি খনন করা হচ্ছে।
আরও পড়ুন:
হালদার বিপন্ন ডলফিন, দেখার কেউ নেই!
মা মাছ ও ডলফিন রক্ষায় সিসিটিভির আওতায় হালদা নদী
হালদা নদীতে বালু উত্তোলনকারী ১৫টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ
বিদ্যুৎকেন্দ্রের বর্জ্যে ধ্বংসের মুখে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদা
হালদায় রেকর্ড ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ
হালদায় মা মাছের ডিম সংগ্রহে সোনালি দিনের আশা
হালদা’র আর্তনাদ: বাঁচবে তো মাছ?
হালদা থেকে উদ্ধার ১৪ কেজি ওজনের মা মাছের মৃত্যু
হালদা দূষণকারী এশিয়ান পেপার মিল বন্ধের নির্দেশ
হালদায় আবারও মৃত ডলফিন, আড়াই বছরে মৃত্যু ২৭
জালে আটকে হালদায় ‘সবচেয়ে বড়’ ডলফিনের মৃত্যু
হালদায় চোরা শিকারির বড়শিতে ১১ কেজি ওজনের মা মাছ
হালদায় ১৭ কেজি ওজনের মৃত মা মাছ উদ্ধার
দীর্ঘ অপেক্ষার পর হালদায় ডিম ছেড়েছে মা মাছ
Comments