করোনাভাইরাস

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ১৯৯

স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মারা গেছেন মোট ১৮১ জন।

জেলায় একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৯ জন এবং সুস্থ হয়েছেন ৬৯ জন।

আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিসের করোনা আপডেট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তিন জন শহরের খানপুর এলাকায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরেকজন আজ ভোর ৬টায় একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের সবাই পুরুষ এবং বয়স ৫৯ বছর থেকে ৭১ বছর।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দেশে উচ্চমাত্রায় সংক্রমিত এলাকাগুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। এখানে প্রতিদিন সংক্রমণ বাড়ছে। কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্যে বলা হচ্ছে। জেলা প্রশাসন থেকে অভিযান চালানো হচ্ছে। তারপরও মানুষ সচেতন না হলে এটা ভয়াবহ রূপ নেবে।’

বার্তায় আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬৯ জন।

এ নিয়ে জেলায় ৯১ হাজার ৬৪৩ জনের নমুনা সংগ্রহ করে ১১ হাজার ২৮০ জনের কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। জেলায় মারা গেছেন ১৮১ জন এবং সুস্থ হয়েছেন নয় হাজার ৩১১ জন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago