মেসিকে লাল কার্ড দেখানো সেই রেফারি থাকছেন এল ক্লাসিকোতে

বার্সেলোনার জার্সি গায়ে এখন পর্যন্ত ৫১২টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ১৭ বছরের ক্যারিয়ারে চলতি মৌসুমেই প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন এ আর্জেন্টাইন তারকা। অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে সুপার কাপের ফাইনালে তাকে লাল কার্ড দেখিয়েছিলেন হেসুস মানজানো গিল। সেই রেফারিই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে থাকছেন। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
ছবি: সংগৃহীত

বার্সেলোনার জার্সি গায়ে এখন পর্যন্ত ৫১২টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ১৭ বছরের ক্যারিয়ারে চলতি মৌসুমেই প্রথমবারের মতো লাল কার্ড দেখেছেন এ আর্জেন্টাইন তারকা। অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে সুপার কাপের ফাইনালে তাকে লাল কার্ড দেখিয়েছিলেন হেসুস মানজানো গিল। সেই রেফারিই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্বে থাকছেন। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।

এল ক্লাসিকোর জন্য রেফারি হিসেবে এর আগে মাতেউ লাহজের নাম ঘোষণা করেছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দুদিন না যেতেই রেফারি বদল করতে হচ্ছে তাদের। মাংসপেশির ইনজুরির কারণে লাহজ সে ম্যাচ পরিচালনা করতে পারবেন না বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরএফইএফ। তবে তার জায়গায় কে সে ম্যাচ পরিচালনা করবেন তা জানায়নি তারা। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ গিল মানজানোকেই দায়িত্ব দেওয়া হচ্ছে।

আর তাতেই দুশ্চিন্তায় পড়েছে বার্সেলোনা। অবশ্য লাহজের নাম ঘোষণার পরও স্বস্তিতে ছিল না দলটি। তার অধীনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার রেকর্ডটা সমৃদ্ধ না হলেও সবমিলিয়ে খুব খারাপ ছিল না। কিন্তু গিলের অধীনে বার্সেলোনা রেকর্ড খুবই বাজে। তার অধীনে খেলা ২০ ম্যাচের মাত্র ১১টিতে জয় পেয়েছে কাতালানরা। ৫টি ড্র ও ৪টি হার। জয়ের হার ৫৫ শতাংশ। অন্যদিকে এ রেফারির অধীনে রিয়ালের রেকর্ড খুবই ভালো। ৩১ ম্যাচের ২৫টিতেই জিতেছে তারা। ৩টি করে ড্র ও হার। জয়ের হার ৮১ শতাংশ।

এর আগেও একটি এল ক্লাসিকোতে রেফারি ছিলেন মানজানো। ২০১৪-১৫ মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে সে ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। ক্রিস্তিয়ানো রোনালদো, পেপে ও করিম বেনজেমার রিয়ালের হয়ে গোল দিয়েছিলেন। বার্সার হয়ে একমাত্র গোলটি ছিল নেইমারের।

উল্লেখ্য, সবশেষ রাউন্ডে সেভিয়ার কাছে অ্যাতলেতিকো মাদ্রিদের হারে জমে উঠেছে লা লিগা। মাদ্রিদের দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। দৌড়ে আছে রিয়াল মাদ্রিদও। তাতে স্বাভাবিকভাবেই এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। ২৯ রাউন্ড শেষে শীর্ষে থাকা অ্যাতিলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৬৬ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে তাদের পেছনেই আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৬৩ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Advocate Tajul Islam made ICT chief prosecutor

Supreme Court lawyer Md Tajul Islam, joint convener of Amar Bangladesh Party (AB Party), has been appointed as the chief prosecutor of the International Crimes Tribunal

7m ago