একশ মিলিয়ন মার্কিন নাগরিককে টিকা দেওয়ার পর, সারা বিশ্বে সরবরাহ: জন কেরি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি জানিয়েছেন, একশ মিলিয়ন মার্কিন নাগরিককে করোনা টিকা দেওয়ার পর দেশটি সারা বিশ্বে টিকা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ শুক্রবার দুপুরে জন কেরি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।
জো বাইডেন গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম একশ দিনে একশ মিলিয়ন মার্কিন নাগরিকের করোনা টিকা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
জন কেরি বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের জন্য আমেরিকা ভ্যাকসিন উৎপাদন চালিয়ে যাচ্ছে। ১০০ মিলিয়ন আমেরিকানের টিকা নেওয়া হলেই তা অন্যান্য দেশে পাঠানো হবে।’
কেরির ঘোষণাটি এমন সময় এলো- যখন বিশ্ব করোনা ভ্যাকসিন সরবরাহের ঘাটতি এবং মহামারির নতুন ঢেউয়ের মুখোমুখি।
যুক্তরাষ্ট্রের সিডিসি’র সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৯৯ মিলিয়নেরও বেশি মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং ৫৬ মিলিয়নেরও বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন।
জন কেরি এ সময় নবায়নযোগ্য জ্বালানির জন্য প্রযুক্তি হস্তান্তর, কার্বন নিঃসরণ ও অভিযোজনসহ জলবায়ু সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতার বিষয়ে বক্তব্য দেন।
আসন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি একদিনের সফরে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় আসেন।
তিনি আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং ২২-২৩ এপ্রিল প্রেসিডেন্ট বাইডেনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল লিডারস সামিট অন ক্লাইমেট চেঞ্জ’-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন।
আরও পড়ুন:
Comments