নোয়াখালীতে ২ স্বাস্থ্য কর্মকর্তাসহ একদিনে ৮৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ গত ২৪ ঘণ্টায় ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আজ শনিবার সকালে কোভিড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাছুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেছেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাসের করোনা শনাক্ত হয়। একইদিন রাতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমানের করোনা শনাক্ত হয়। তারা দুজনই হোম আইসোলেশনে আছেন।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের হার ১৩.৫০ শতাংশ। এরমধ্যে, নোয়াখালী সদর উপজেলায় ২০ জন, সুবর্ণচরে জন বেগমগঞ্জে ২৭ জন, সোনাইমুড়িতে নয় জন, চাটখিলে চার জন, সেনবাগে সাত জন কোম্পানীগঞ্জে পাঁচ জন এবং কবিরহাটে আট জন আছেন।
আজ সকালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বাসিন্দা ছিলেন। গত বুধবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কোভিড হাসপাতালে ভর্তি হন তিনি।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ছয় হাজার ৮৭৮ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৪ জনের।
Comments