বার্সার লা লিগা জয় কেবল তাদের উপরই নির্ভরশীল
স্প্যানিশ লা লিগায় আগের ১৯ ম্যাচে কোনো হার নেই। সবশেষ টানা ছয়টিসহ মোট ১৬ ম্যাচে জিতেছে বার্সেলোনা। অপ্রতিরোধ্য এই যাত্রায় শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা উজ্জ্বল করেছে তারা। দলটির তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং তাই মনে করছেন, লিগ চ্যাম্পিয়ন হওয়া-না হওয়া এখন তাদের হাতেই। শিরোপা ঘরে তোলার লক্ষ্য পূরণে এল ক্লাসিকোসহ বাকি সব ম্যাচে জয় চান তিনি।
শনিবার লিগের দ্বিতীয় এল ক্লাসিকোতে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সা। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। জিনেদিন জিদানের শিষ্যদের তাদের মাঠেই হারাতে পারলে বার্সা উঠে যাবে পয়েন্ট তালিকার শীর্ষে।
এল ক্লাসিকোর ফল লিগের শিরোপা নির্ধারণে নিঃসন্দেহে রাখবে বিরাট ভূমিকা। কারণ, পয়েন্ট তালিকার শীর্ষ তিন দলের মধ্যে ব্যবধান মাত্র ৩ পয়েন্টের। তাই সবার জন্যই ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।
হাইভোল্টেজ লড়াইয়ের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তরুণ ডি ইয়ং জানিয়েছেন জয়ের প্রত্যাশা, ‘ক্লাসিকোর আগে সবসময় একটা বাড়তি চাপ থাকে। অন্য ম্যাচের থেকে এটা আলাদা নয় এবং আমরা এটা জিততে চাই। আমি মনে করি, ক্লাসিকো জেতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে লক্ষ্যের (শিরোপা জয়) আরও কাছে নিয়ে যাবে। তবে এই ম্যাচেই সবকিছু নির্ধারিত হবে বলে আমি মনে করি না।’
নেদারল্যান্ডসের এই ফুটবলারের মতে, নিজেদের ভাগ্য তাদেরকেই নির্ধারণ করতে হবে, ‘ক্লাসিকো জিতলে আমরা লিগ জিতব আর হারলে লিগ জিতব না, বিষয়টা তেমন নয়। লিগ শিরোপা (জেতা-না জেতা) আমাদের হাতেই। যদি আমরা বাকি থাকা সব ম্যাচ জিতি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হব।’
আরও বহু বছর কাতালানদের হয়ে খেলার স্বপ্ন দেখছেন ২৩ বছর বয়সী ডি ইয়ং, ‘আমি শৈশব থেকেই বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছি। আমি সবসময় এখানে আসতে চেয়েছি। এখন আমি এখানে লম্বা সময় ধরে থাকতে চাই। বার্সেলোনা সবসময় তাদের (খেলার) নিজস্ব ধরন আঁকড়ে ধরে থাকে। আমি এটা পছন্দ করি এবং আরও অনেক বছর এটার অংশ থাকার আশা করি।’
লিগের ২৯ রাউন্ড শেষে এক নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের অর্জন ৬৬ পয়েন্ট। দিয়েগো সিমিওনের দলের চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে বার্সেলোনা। সম্প্রতি দুইয়ে উঠে আসা রোনাল্ড কোমানের শিষ্যদের পয়েন্ট ৬৫। তিনে নেমে যাওয়া শিরোপাধারী রিয়ালের নামের পাশে ৬৩ পয়েন্ট।
Comments