ইন্দোনেশিয়ার জাভায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সাত জনের মৃত্যু এবং বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।
INDONESIA.jpg
ভূমিকম্পে বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সাত জনের মৃত্যু এবং বেশ কয়েকটি শহরে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির গণমাধ্যম জানায়, পূর্ব জাভার শহরগুলোতে, বালি দ্বীপে এবং আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। এসব এলাকায় অন্তত চার কোটি সাত লাখ লোকের বাস।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানায়, পূর্ব জাভার দক্ষিণ উপকূল থেকে ৯১ কিলোমিটার দূরে ভারত মহাসাগরে ভূমিকম্পটি আঘাত হানে।  ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল ৯৬ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে লুমাজাংয়ে গড়িয়ে পড়া পাথরের আঘাতে এক ব্যক্তি নিহত হন বলে নগর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়।

এতে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ান জিওফিজিক্স এজেন্সি- বিএমকেজি।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হয়, সংসদ ভবন, একটি স্কুল, একটি হাসপাতাল এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতু শহরে একটি বিনোদন পার্কের গরিলা মূর্তির মাথা ভেঙে পড়েছে।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেরোজার আঘাতে পূর্ব নুসা টেংগারা প্রদেশের দ্বীপগুলোতে ভূমিধস ও বন্যায় ১৬০ জনেরও বেশি লোকের প্রাণহানি হয়।

Comments

The Daily Star  | English
USAID to provide $202 million in grant to Bangladesh

USAID to provide $202 million in grant to Bangladesh

The United States Agency for International Development (USAID) will provide $202.25 million in aid to Bangladesh as part of the Development Objective Grant Agreement

1h ago