রাজধানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, শিক্ষক গ্রেপ্তার
রাজধানীর নিউমার্কেট থানাধীন বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবাসিক ভবন থেকে লাইলী (১৭) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক ফারজানা ইসলামকে আটক করা হয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল বিশ্বাস মুকুল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যার দিকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবাসিক ভবনের চতুর্থ তলার একটি বাসা থেকে লাইলী নামের ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
তিনি জানিয়েছেন, লাইলীর বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সিরাজ মিয়া। গত ছয় মাস ধরে চতুর্থ তলার বাসাটির গৃহকর্ত্রী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ফারজানা ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতো লাইলী।
গতকাল ওই বাসাতেই মারা যায় লাইলী। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে যোগ করেছেন এসআই আতিকুল।
এসআই বলেন, ‘মৃত লাইলীর মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। গৃহকর্ত্রী ফারজানা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছে, লাইলীর ঠোঁটের ডান পাশে ক্ষত, থুতনিতে কাটা দাগ, গলায় ক্ষতচিহ্ন, ডান কোমরে থেঁতলানো জখম, কোমরের পিছনে চামড়া ওঠানো, দুই হাঁটু থেঁতলানো। তার হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন অংশে গরম পানি দিয়ে ঝলসানো ও ফোসকা পড়া।
Comments