শ্রীলঙ্কায় সাকিব না থাকার প্রভাব পড়বে না: মুমিনুল

এমনিতে টেস্টে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ দল সাকিবকে হারানোয় কিছুটা বিপাকেই পড়ার কথা। তবে শ্রীলঙ্কা যাওয়ার আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমে মুমিনুল শোনালেন আশার কথা,
Mominul Haque
মুমিনুল হক, ছবি: ফিরোজ আহমেদ

দলের সফলতম তারকা সাকিব আল হাসান না থাকলেও শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে খুব একটা প্রভাব পড়বে বলে মনে করেন না মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মনে করেন, তরুণরা পুরোপুরি প্রস্তুত, তাদের দিতে হবে পূর্ণ সমর্থন। আগামীতেও দুই, তিনজন সিনিয়র ক্রিকেটার ছাড়াই খেলার মানসিকতায় রাখতে চান তারা।

এবার আইপিএলের খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছুটি নেন সাকিব। তা নিয়ে অবশ্য বেশ কিছু দিন বিতর্কও চলে বাংলাদেশের ক্রিকেটে। কয়েকটি গণমাধ্যমে, আইপিএলকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ বলে শ্রীলঙ্কার টেস্ট সিরিজকে কিছুটা অগুরুত্বপূর্ণ বলে নিজের যুক্তি দেন সাকিব।

এমনিতে টেস্টে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ দল সাকিবকে হারানোয় কিছুটা বিপাকেই পড়ার কথা। তবে শ্রীলঙ্কা যাওয়ার আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমে মুমিনুল শোনালেন আশার কথা,  ‘না আমার কাছে মনে হয় না যে, সাকিব ভাই বা মোস্তাফিজ না থাকলে দলের  (ভালো) ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। ওনাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনো প্রভাব পড়ে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোন কিছু না।’

সাকিবের নিষেধাজ্ঞার পর আচমকা টেস্টের নেতৃত্ব পাওয়া মুমিনুলের মতে, কেবল সাকিব কেন একাধিক সিনিয়র ক্রিকেটার ছাড়াও তাদের আগামীতে খেলতে হতে পারে , ‘যেটা বলেছেন যে সাকিব ভাই নেই, আমার হয়তো এমনও সিরিজ হতে পারে যেখানে ২-৩জন সিনিয়র ক্রিকেটার থাকবে না। এর মধ্যে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি, তাদের জন্য ভালো একটা সুযোগ। তাই এই সময়ে যারা খেলবে এটা তো তাদের জন্য ভালো সুযোগ। আমাদের মনে হয় এভাবেই প্রস্তুতি নেয়াটা উত্তম।’

সিনিয়ররা না থাকলেও দায়িত্ব নেওয়ার জন্য তরুণদের কোন প্রস্তুতির ঘাটতি দেখেন না বাংলাদেশ অধিনায়ক। শুরুতে কেউ ব্যর্থ হলেও তার প্রতি পূর্ণ আস্থা রাখার আহবান তার,  ‘আপনি যখন একজন জুনিয়র নিয়ে খেলবেন সে সব সময়ই আশা করবে একটা ভালো কিছু করার জন্য। দেশের জন্য অবদান রাখার জন্য। ওই অবদানটা রাখার জন্যই সে খেলে। আমার কাছে মনে হয় সে সময় তাকে সমর্থন দেয়া উচিত। আমার কাছে মনে হয় তরুণরা পুরোপুরি প্রস্তুত কিন্তু মাঝে মধ্যে ফেইল করে। সব সময় ওদের সমর্থন দেয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

সোমবার (১২ এপ্রিল) দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

9h ago